প্রকাশিত: ৩০/১০/২০১৯ ৭:২৩ পিএম

জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বাংলাদেশ (জেএমবি) মিয়ানমারের বাস্তুচ্যূত উগ্র রোহিঙ্গা যুবকদের অস্ত্র সহায়তা দিয়ে নাশকতার পরিকল্পনা করছে। এমনই জেএমবির দুই সদস্যকে অস্ত্র-গুলিসহ রাজধানীর রূপনগর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃতাদের নাম- শাহজালাল (৩০) ও শামিম (২৮)। বুধবার ভোরে রূপনগরের দিয়াবাড়ি কাঁচাবাজারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ওয়ান স্যুটার গান, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম সজল ডেইলি বাংলাদেশকে বলেন, গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে অস্ত্রসহ জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজন গতকাল মঙ্গলবার বরিশাল থেকে এসেছে। তাদের উদ্দেশ ছিল কক্সবাজার রোহিঙ্গা শিবিরে যাওয়ার।

তিনি আরো জানান, কিছুদিন আগেও তারা কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে গেছিল। তারা উগ্রবাদি রোহিঙ্গা যুবকদের সঙ্গে বৈঠক করেছে তারা। রোহিঙ্গাদের অস্ত্র সহায়তা দিয়ে নাশকতার পরিকল্পনাও করেছে। এসব কারণে আগে থেকেই তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। তারা অস্ত্র কিনে কক্সবাজার যাওয়ার আগে ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা উদ্ধার করা অস্ত্র ও গুলি রোহিঙ্গাদের অস্ত্র সরবরাহ করার জন্য কিনেছিল বলে স্বীকার করেছে। তারা উগ্রবাদি রোহিঙ্গাদের বিষয়েও তথ্য দিয়েছে। জেএমবি সদস্যদের সঙ্গে নাশকতার পরিকল্পনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেফতারে মাঠে কাজ করছে র‌্যাব। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকের মতামত

গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ...

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু

উন্নত দেশের ন্যায় বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ...