প্রকাশিত: ০৪/০৪/২০১৮ ৪:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৭ এএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, আগামী উখিয়া হবে উন্নয়নের রোল মডেল। উখিয়াকে সাজাতে নতুন নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে নতুন ভবন, ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ সহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
তিনি বুধবার দুপুরে উখিয়ার বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ মন্ত্রনালয়ের অধীনে ৪ তলা বিশিষ্ট ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত সময়ে যারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা এলাকার উন্নয়ন করেননি। নিজেদের পকেট ভারী করেছেন। গত ৯ বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উখিয়া-টেকনাফে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড হয়েছে। তাই যারা উন্নয়ন করেনি তারা যদি ভোট চাইতে আসে তাদের প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের দ্বারা ক্ষতিগ্রস্থ এলাকায় নানা সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অল্প কিছুদিন পরেই উখিয়ার ১০ হাজার মানুষকে চাউল প্রদান করা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজল কাদের ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকতা রইছ উদ্দিন মুকুল, রত্নাপালংয়ের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহান ইসলাম মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা এম.এ মনজুর প্রমূখ।

পাঠকের মতামত