
কক্সবাজারের উখিয়ার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গারা কুতুপালং বস্তিতে আশ্রয় নিলেও এদের থাকা খাওয়া সুনির্দিষ্ট কোন অবস্থান ছিল না বিধায় তারা ছোট ছোট ছেলে মেয়ে রাত যাপনের জন্য অন্যান্য ঝুঁপড়ির মত প্রায় ২৮ টি নতুন করে ঝুঁপড়িঘর নির্মাণ করে বনভূমির জায়গার উপর।
সোমবার উখিয়া বনবিভাগ সকাল ১০ টার দিকে কুতুপালং বস্তির পাহাড়ে অভিযান চালিয়ে এসব ঝুঁপড়িঘর উচ্ছেদ করে দেয়।
উখিয়া সদর বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বনভূমির শ্রেণি পরিবর্তন করে ঝুঁপড়িঘর নির্মাণ করছিল। এসব ঝুঁপড়ি উচ্ছেদ করা না হলে ভবিষ্যতে এলাকায় বাগান সৃজনের জন্য যেসব বনভূমি সুরক্ষিত রাখা হয়েছে ওইসব বনভূমি বেদখল হয়ে যাবে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা মোঃ আলি কবিরের নির্দেশে রোহিঙ্গাদের তৈরি করা এসব ঝুঁপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে।
সেভ দ্য চিলড্রেন আজ ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ECHO)-এর সহযোগিতায় প্রকাশিত বই ...
পাঠকের মতামত