প্রকাশিত: ০১/০২/২০১৭ ৮:৫৩ এএম

ফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার সাবেক রুমখাঁ গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে জয়নাল আবেদীন (৫০), স্ত্রী মনোয়ারা বেগম (৪০) কে রক্তাক্ত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র ও আহত হন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে।

গ্রামবাসীরা জানান, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখাঁ জনাব আলী পাড়া গ্রামে ছৈয়দ আব্বাসের পুত্র জয়নাল আবেদীন সেচ স্কীমের আওতায় জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ বাঁধা প্রদান করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র,ধারালো কিরিচ ও লাঠিসোটা নিয়ে জয়নালের উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে এগিয়ে আসে স্ত্রী মনোয়ারা বেগম ও পুত্র সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র রিদুয়া আহমদ হৃদয়। হামলাকারীরা তাদের উপরও এলো পাতাড়ী আক্রমন করে।

স্থানীয় জনগণ ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, একই এলাকার ভূমিদস্যু এজাহার মিয়া, সেলিম, জামাতা জয়নালের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এ হামলার ঘটনাটি ঘটায়।

এ ব্যাপারে আহত মনোয়ারার বেগমের পিতা ওমর আব্বাস বাদী হয়ে এজাহার মিয়া, রবিউল আলম, সেলিম সহ ১১ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। উখিয়া থানার ওসি (তদন্ত) মো: কায়কিসলু জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

ইউএনএইচসিআর ’এর প্রতিবেদনবাংলাদেশে নতুন অনুপ্রবেশকারি রোহিঙ্গা দেড় লাখের বেশি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার ফলে ২০২৩ সালের ...

ব্র্যাক আয়োজিত সংলাপে নারীর কর্মসংস্থান বৃদ্ধিতে ৫ দফা সুপারিশ

সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে ‘আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক’ কর্ম ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক নয়। সম্প্রতি ব্র্যাকের ...

বিমানে কক্সবাজার থেকে ঢাকায় বিপুল পরিমাণ ইয়াবা আনছিলেন মা-মেয়ে

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৫৮০ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ...

সেভ দ্য চিলড্রেন ও ইউরোপীয় কমিশন এর বিয়ন্ড দ্য ডার্কনেস বইয়ের মোড়ক উন্মোচন

সেভ দ্য চিলড্রেন আজ ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ECHO)-এর সহযোগিতায় প্রকাশিত বই ...