প্রকাশিত: ০৭/০৬/২০১৭ ৮:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৩ পিএম

অালমগীর অালম নিসা,সংবাদদাতা::
উখিয়া উপজেলার বালুখালী নতুন রোহিঙ্গা বস্তিতে বজ্রপাতে নারী, শিশু ও পুরুষসহ ৬ জন আহত হয়।

অাজ বুধবার বিকাল ৫টায় বালুখালী রোহিঙ্গা বস্তিতে বজ্রপাতের এ দুর্ঘটনা ঘটে। বালুখালী রোহিঙ্গার বি ব্লকের মাঝি সাবের জানান, বস্তি এলাকায় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন নারী-পুরুষ আহত হন।

স্থানীয়দের সহায়তায় আহতদের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অাহতরা হলেন বি – ব্লকের নুর অাহমদ(৪৫) তার শিশুপুত্র সাবের(৬) ইসমতরা বেগম(২৬) এবাদুল্লাহ(২৪),শিশুপুত্র মোঃ শাহিন(৪),শাহেনা বেগম(২৫)।

অাহতের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

উখিয়া – টেকনাফ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী

উখিয়া-টেকনাফের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীকে ...