
এম.এ আজিজ রাসেল :
কক্সবাজারের উখিয়ায় ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার (০৪ এপ্রিল) সকালে এ অভিযান চালানো হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সনজুর মোরশেদ বলেন, রোহিঙ্গারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গারা নানা কৌশলে ক্যাম্প থেকে বের হচ্ছে। এমন অভিযোগ পেয়ে উখিয়া উপজেলার কয়েকটি বাজারে আশেপাশে অভিযান চালানো হয়।
এসময় ক্যাম্প হতে বের হয়ে বিভিন্ন জায়গা যাওয়ার সময় ১৩৬ জন রোহিঙ্গােকে আটক করা হয়। আইনী প্রক্রিয়া শেষে আটকৃতদের ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয়।
এদিকে অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সুশীল মহল। তাঁদের প্রত্যাশা জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকুক।
উখিয়ার হলদিয়া পালংয়ের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, রোহিঙ্গারা কিভাবে ক্যাম্প থেকে বের হচ্ছে তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি অভিযান আরও জোরদার করলে রোহিঙ্গাদের মনে ভীতি সৃষ্টি হবে। এতে তাঁরা আর ক্যাম্পের বাইরে যাওয়ার সাহস পাবে না
পাঠকের মতামত