প্রকাশিত: ১৯/০৪/২০১৮ ১০:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৭ এএম

কায়সার হামিদ মানিক, উখিয়া ::
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া গ্রামে হতদরিদ্র, বিধবা, পঙ্গু লোকদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। জানা যায়, অষ্ট্রেলিয়ান এইড, ইউকে এইড, ডব্লিউএফপি ও শেড এর অর্থায়নে খাদ্য নিরাপত্ত জোরদারকরণ ও পুষ্টিমান উন্নয়ন প্রকল্প বিগত ৫ মে ২০১৬ইং হইতে হতদরিদ্র, বিধবা, পঙ্গু লোকদের আর্থিক সাহায্য সহযোগীতা করে আসছে। এর প্রেক্ষিতে, রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া গ্রামেও উক্ত প্রকল্প চলমান অবস্থায় ছিল। এরই ধারাবাহিকতায় প্রকল্পের কর্মকর্তাদের পরামর্শক্রমে প্রত্যেক সদস্যদের মাসিক ১০০ টাকা সঞ্চয় জমা করার সিদ্ধান্ত হয় এবং ৩ জনকে যথাক্রমে- রহিমা বেগমকে সভাপতি, জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক, রুবি আক্তারকে কোষাধ্যক্ষ হিসেবে প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়। সিদ্ধান্তের অনুবলে গ্রামীণ ব্যাংক উখিয়া শাখায় একটি স য়ী হিসাব বাগান ফুল আত্মনির্ভরশীল মহিলা দল নামে খোলা হয়। যার হিসাব নং- ১০০৩৩০। উক্ত হিসাব ৫ বছর মেয়াদী হলেও ২ বছর যাবত চলমান ছিল। চলমান থাকা অবস্থায় সকল সদস্যদের সিদ্ধান্ত ক্রমে হিসাব নেওয়া হলে দেখা যায় সাধারণ সম্পাদক জাহানারা বেগমের অজান্তে সভাপতি রহিমা বেগম ও কোষাধক্ষ রুবি আক্তারের যোগসাজসে হতদরিদ্র ২৩ জনের জমানো ৯১,৪৫০ টাকা ৩ দফায় উত্তোলন করে এবং ১০ হাজার টাকা মূল্য মানের সমিতির বিভিন্ন আসবাব পত্র বিক্রি করে আত্মসাৎ করে। এ ব্যাপারে উখিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে জাহানারা বেগম বাদী হয়ে টাকা আত্মসাতের একটি অভিযোগ দায়ের করে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। ভূক্তভোগীরা জানান, আমরা বিশ্বাস করে রহিমা বেগম ও রুবি আক্তারকে দায়িত্ব প্রদান করিয়াছিলাম। কিন্তু তারা আমাদের আমানত খেয়ানত করে আত্মসাৎ করে ফেলে। তারা আরো জানান, অভিযুক্ত রহিমা বেগম ও রুবি আক্তারের ইন্ধনে উক্ত এলাকায় নতুন করে চালু করা রিক নামক এনজিওর হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরনের তালিকা থেকে প্রকৃত গরীব অসহায় পরিবারকে বাদ দেয়। প্রকৃত পক্ষে, অভিযুক্ত ব্যক্তিরা আর্থিক ভাবে স্বচ্ছল। এ ব্যাপারে জানার জন্য সমাজ সেবা কর্মকর্তা শওকত হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...