প্রকাশিত: ১৩/০৯/২০২১ ৪:১৯ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উপজেলা পর্যায়ে সমাজ সেবা অধিদপ্তর কতৃক পরিচালিত কর্মসূচি সমূহ বাস্তবায়নে অগ্রগতি ও অংশীজনের করণী শীর্ষক সেমিনার কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ সেপ্টম্বর) উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম । এতে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
মূল উপস্থাপনা করেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সফি উদ্দিন মিতুল,। সূচনা বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কাশেম ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি শিশু কেন্দ্রের উপ তত্ত্বাবধায়ক তানজিন আফরিন ও উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাইরু নেছা বেবী ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার , উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহসান উল্লাহ সিকদার, চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী , চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, রাজনীতি বিদ আদিল চৌধুরী, মুক্তিযোদ্ধা মধুসূদন বড়ুয়া, মাষ্টার লিয়াকত আলী উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমদ ও কেন্দ্রীয় ফেমাস সংসদের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির জুশান প্রমূখ
এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা, শিক্ষক ও প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন ।
সেমিনারে শিশুর সুরক্ষা , প্রতিবন্ধিদের পূর্ণবাসন ও তৃতীয় লিংগ জনগোষ্ঠীর আর্তকর্মসংস্হান সহ সরকারের বয়স্ক ভাতা , বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতার চলমান বাস্তবায়িত ইতিবাচক কর্মসূচি সমূহ উপস্থাপন করা হয় । এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালিত ছোট মণি নিবাস, বৃদ্ধা আশ্রম চালু অসহায় গরীব রোগীদের এককালীন অনুদান ও রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হাসপাতালে ভর্তিকৃত অসহায় জনগোষ্ঠীকে সাহায্য করে থাকেন।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...