প্রকাশিত: ০২/০৫/২০১৮ ৭:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৪ এএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :

উখিয়ার থাইংখালীতে রোহিঙ্গা ক্যাম্পের পাশে শবে-বরাতের রাতে ইয়াবা সেবনের প্রতিবাদ করায় স্থানীয়, রোহিঙ্গা ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত একটার দিকে সংগঠিত ত্রিমুখী ওই সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ২০ জনকে আহত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উখিয়ার থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের পাশে মঙ্গলবার রাতে কিছু রোহিঙ্গা ইয়াবা সেবন করছিলো। এদিন শবে-বরাতের রাত হওয়ায় স্থানীয়রা রোহিঙ্গাদের ইয়াবা সেবনে বাঁধা দেয়। এক পর্যায়ে রোহিঙ্গারা সংর্ঘবদ্ধ হয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়। স্থানীয়দের ওপর রোহিঙ্গাদের হামলার খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ পুলিশের ওপর হামলা চালায়। এই সময় ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় ও রোহিঙ্গারা মুখোমুখি অবস্থানে রয়েছে। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, রোহিঙ্গা ও এলাকাবাসীর সাথে সংঘর্ষের খবর পেয়ে তিনি নিজেই অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলেই ছুটে যান। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই নিয়ে আসেন। সংঘর্ষ থামাতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহতের কথাও নিশ্চিত করেন তিনি।

পাঠকের মতামত

কারাগার থেকে বের হয়ে আবারো রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ ও ইয়াবা নিয়ন্ত্রণে নবী হোসেন গ্রুপ

রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত নবী হোসেন কারাগার থেকে বের হয়ে ফের বেপরোয়া হয়ে উঠেছে। তার বাহিনীর ...

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...