প্রকাশিত: ২৮/০১/২০১৭ ১১:৩১ পিএম , আপডেট: ২৮/০১/২০১৭ ১১:৩২ পিএম
Single Page Top

ফারুক আহমদ, উখিয়া,
উখিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পূর্বরত্ন মৈত্রী বৌদ্ধবিহার আগুনে পুড়ে গেছে।আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। উক্ত অগ্নিকান্ডে প্রাচীনতম এ বৌদ্ধ বিহারটি সম্পূর্ন ভর্ষিভুত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন সহ আইন শৃংখলা বাহিনীর উর্ধতন কর্মকর্তা।
প্রত্যক্ষ দর্শীরা জানান উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের ভালুকিয়া সড়কের উত্তর পাশে পূর্ব রতœা বৌদ্ধ বিহারটি অবস্থিত। গতকাল সন্ধ্যায় বৌদ্ধ বিহারে আগুন দেখে লোকজন এগিয়ে আসে। কিন্তু আগুনের লেলীহান বেশি মাত্রায় হওয়ায় মুহুর্তের মধ্যে বিহারটি পুড়ে যায়। খরব পেয়ে কক্সবাজার হতে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে আসার আগেই মন্দিরটি পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
স্থানীয় মেম্বার ডাঃ মোকতার আহমদ সাংবাদিকদের জানান পাশ্ববর্তী মাষ্টার সুবধন বড়–য়ার স্ত্রী তাকে জানিয়েছেন সন্ধ্যায় বেশ কয়েকজন বৌদ্ধ সমপ্রদায়ের লোক উক্ত বিহারে বন্দনা করতে আসে। বন্দনা করে চলে যাওয়ার কিছুক্ষন পর পরই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এ দিকে খবর পেয়ে কক্সবাজার জেলার প্রশাসক মোঃ আলী হোসেন, উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুঃ মাইন উদ্দিন, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির কমান্ডিং অফিসার, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেছে।
পূর্ব রতœা মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবু হেমন্দলাল বড়–য়া বলেন আগুনে বৌদ্ধ বিহারটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে তিনি এখনো নিশ্চিত হতে পারেনি বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন।অপর একটি সুত্র জানান ঘটনার সময় বিহারের অধ্য জ্যোতিমিত্র ভিক্ষু নবরতœ পরিত্রাণ পাঠ করতে একজন দায়কের বাড়িতে যান বলে জানিয়েছেন মন্দিরের সাধারণ সম্পাদক মাষ্টার সুবধন বড়–য়া।
রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করতে জেলা প্রসাশক সহ উর্ধতন কর্মকর্তা এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে রয়েছে।

 

উখিয়ায় বৌদ্ধ মন্দিরে আগুন

পাঠকের মতামত

Single Page Bottom

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...
Single Page Footer