প্রকাশিত: ১০/১০/২০১৬ ৮:০০ এএম

ukhiya-picউখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার-টেকনাফ সড়কের আশে পাশে প্রতিষ্ঠিত প্রায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত রাস্তা পারাপার হচ্ছে মৃত্যুঝুঁকি নিয়ে। প্রতিষ্ঠান ভিত্তিক সংশিষ্টদের তথ্য মতে গত ১ বছরে এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ জন ছাত্রছাত্রী সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে। অভিভাবকদের দাবী প্রতিষ্ঠানের সামনের সড়কে ¯পীট ব্রেকার দেয়া হলে রাস্তা পারাপারে দূর্ঘটনার আশংকা থেকে ছাত্রছাত্রীরা কিছুটা হলেও রেহায় পেত।এমনও অভিযোগও রয়েছে উখিয়া প্রাথমিক বিদ্যালয় লাগোয়া নিয়ন্ত্রিন কয়েকটি গাড়ী কোম্পনীর কারনে ছাত্রছাত্রীদের বেমী দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, কক্সবাজার-টেকনাফ প্রায় ৭৯ কিলোমিটার সড়ক পথের আশে পাশে স্কুল, কলেজ, মাদ্রাসা, কেজি স্কুল সহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসমস্ত প্রতিষ্টানের সামনের সড়কে কোন প্রকার গতি প্রতিবন্ধকতা না থাকায় ছাত্রছাত্রীদের স্কুলে আসা যাওয়ার বেলায় ঝুঁকি নিয়ে রাস্ত পারাপার হতে হচ্ছে। কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান জানান, তার স্কুলে প্রায় ৭ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। এসমস্ত ছাত্রীদের প্রতিনিয়ত রাস্তা পারাপার হতে হচ্ছে ঝুঁকি নিয়ে। তিনি জানান, স্কুলের সামনে একটি স্পীপ ব্রেকার দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি আবেদনও করা হয়েছিল। থাইংখালী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিসু বড়–য়া জানান, স্কুলের শুরু থেকেই ছুটি পর্যন্ত আতংকে থাকতে হয় তাদের। ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে রাস্তা পারাপার হতে পারে সেজন্য শিক্ষকদের অনেক সময় পাহারাও দিতে হয়। তিনি বিদ্যালয়ের সামনে একটি গতি প্রতিবন্ধক দিয়ে শঙ্কামুক্ত করার দাবী জানান।

সংশিষ্টদের তথ্য মতে, মরিচ্যা, উখিয়া, কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালীসহ অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ জন ছাত্রছাত্রী গত ১ বছরে সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে।  উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিং সহ স্কুলের সামনে যানযট মুক্ত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করলে তিনি সী-লাইন, কক্স-লাইন সার্ভিসের মালিক শ্রমিকদের সর্তক করে দিলেও তা তারা মানছে না।তাছাড়া নিয়ন্ত্রনহীন টমটম,করিমন নসিমনের কারনে ছাত্রছাত্রীদের দুর্ভোগটা একটু বেশীই পোহাতে হচ্ছে। এব্যাপারে আলাপ করে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন জানান, বিদ্যালয়ের সামনে স্পীট ব্রেকার দেয়ার জন্য সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের মতামত

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...

কক্সবাজারে জামায়াত: “বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে জুলাই জাগরণ নেমে আসবে”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত রোড ম্যাপের ...

কক্সবাজারে নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি

নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ...

পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু কক্সবাজার ঘুরতে আসছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ...