প্রকাশিত: ১১/০৫/২০১৬ ৯:১০ পিএম

শহিদুল ইসলাম,উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় মিডওয়াইফদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।   বুধবার দুপুরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার ডাক্তার আবিদ হোসেন। বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ভূঁইয়া, উখিয়া বিআরডিবি কর্মকর্তা মোস্তাফা তালুকদার, হোপ ফাউন্ডেশেনের মনিকা মজুমদার, সূর্যের হাসি ক্লিনিকের উপজেলা ম্যানেজার মামুনুল ইসলাম, সাংবাদিক শফিউল ইসলাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, সিঃ জেলা ব্যবস্থাপক ইয়াছিন মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার তানবির জান্নত শারিকা ও উপজেলা ম্যানেজার গোলাম মোস্তাফা। এ সময় বক্তারা বলেন, কক্সবাজার জেলায় ২৯ জন মিডওয়াইফ রয়েছেন। এর মধ্যে উখিয়া উপজেলায় ৩ জন। উখিয়ার গর্বিত ৩ জন মিডওয়াইফ হলেন, যথাক্রমে- তৈয়বা বেগম, তসলিমা আক্তার তন্নি, সাজেদা আফরিন পুতুল। সার্বিক বিষয়ে ধারনা দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তুষার মিয়া। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ব্র্যাক।

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...

রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ১১.২ মিলিয়ন ডলার তহবিলের যৌথ ঘোষণা দিয়েছে ...