প্রকাশিত: ১৪/০৪/২০১৮ ৬:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১১ এএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে মনজুর আলম (৩২) নামক মানবপচারকারী সিন্ডিকেট সদস্যকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তি জালিয়াপালং ইউনিয়নের মো: শফিরবিল গ্রামের আব্দু সালামের পুত্র।

জানা যায়, মনজুর আলম সাগর পথ দিয়ে মালেশিয়ায় মানবপাচারে জড়িত ছিল। তিনি সমুদ্র উপকূলীয় ভিত্তিক শক্তিশালী মানবপাচারকারী সিন্ডিকেটের অন্যতম সদস্য।

পিঠানি বাপের বংশের সদস্য মনজুর আলমের বিরুদ্ধে মানবপাচার, অগ্নিসংযোগসহ বন আইনে মামলা সহ একাধিক মামলা রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিকে গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার পুলিশ শফির বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় রামু থানার জি.আর-১৮০/২০১৩ মানবপাচার ও নারী শিশু নির্যাতন দমন আইন মামলায় মনজুর আলমকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

পাঠকের মতামত