প্রকাশিত: ০১/০২/২০১৭ ১১:২৮ এএম , আপডেট: ০১/০২/২০১৭ ১১:৪৩ এএম


রফিক মাহমুদ, উখিয়া::
উখিয়ায় অাবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অাগুনে অাব্দুস শুক্কুরের ভাড়া বাসাটি সম্পর্ণ ভষ্ভিূত হয়ে গেছে । অাগুনে অাগামীকাল থেকে শুরু হতে যাওয়া এস এস সি পরিক্ষার্থীর প্রবেশ পত্রও অাগুনে পুড়ে গেছে। খবর পেয়ে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে অাগুন নিয়ন্ত্রণ অানার চেষ্টা চালিয়য়ে অাগুন নিয়ন্ত্রণ করতে স্বক্ষম হয়েছে। অাজ ১ ফ্রেব্রুয়ারী বুধবার সকাল ৮ টার দিকে উখিয়া সদরের অাদালত ভবনের সামনে উক্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে হঠাৎ করে বাড়িটির মধ্যে অাগুন অার প্রচন্ড ধোয়া দেখতে পেয়ে এলাকাসি দ্রুত এগিয়ে এসে পানি ও মাটি ছিটে অাগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। এলাকাবাসি প্রায় ঘন্টা দেড়এক চেষ্টা চালিয়ে অাগুন নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়। পরে খবর পেয়ে কক্সবাজার থেকে ফায়ারর সার্ভিস সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে এসে অাগুন সম্পর্ণ নিয়ন্ত্রণে অানে। অাগুন লাগার খবর পেয়ে উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাঈন উদ্দিন ও উখিয়া থানা ওসি (তদন্ত) মোঃ কায় কিসলো দ্রুত উপস্থিত হয়ে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অাগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা জানা যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমান এখনও জানা সম্ভব হয়নি।

পাঠকের মতামত

কার্যক্রম বন্ধের নির্দেশ প্রশাসনেরপ্যারাসেলিং থেকে ছিটকে গিয়ে ঝাউগাছে ঝুলেছিলেন পর্যটক

কক্সবাজার সৈকতে রোমাঞ্চকর ‘প্যারাসেলিং’ নিয়ম না নেমে পরিচালিত হওয়ায় বারবার দুর্ঘটনার কারণে বিপদজ্জনক হয়ে উঠেছে। ...

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা একবছরের ব্যবধানে অর্ধেকের নিচে

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় ১৩ লাখের বসবাস এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪ ...