প্রকাশিত: ০৯/০৫/২০১৮ ১০:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৮ এএম

শহিদ রুবেল, উখিয়া:

উখিয়ার কুতুপালং এবং জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ মে বুধবার উখিয়া উপজেলার কুতুপালং উচচ বিদ্যালয়ে ইভটিজিংয়ের অপরাধে মো জুবেল নামক এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অভিভাবক এবং স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে একই দিন উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ডাক্তার পরিচয় দিয়ে রোহিঙ্গাদের চিকিৎসা প্রদান করায় MSI নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এইদিকে উখিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সচেতন মহল বলেন, ইভটিজিং এবং অপচিকিৎসার বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের ফলে দুষ্কৃতিকারীরা সচেতন হয়ে উঠবে। তারা আরো বলেন, রমজানের পূর্বে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার প্রয়োজন রয়েছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...