প্রকাশিত: ০৮/০৪/২০১৮ ৯:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৬ এএম

আসন্ন পহেলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে আগামী ২৭ এপ্রিল উখিয়ায় বৈশাখী লোকজ উৎসবের কর্মসূচি হাতে নিয়েছে উখিয়ার লোকশিল্পীরা। এ লক্ষ্যে ৮ এপ্রিল বিকাল ৩টায় উখিয়া সাহিত্য কুটিরে এক সভা অনুষ্ঠিত হয়। লোক-সংস্কৃতি সংগ্রাহক কবি-নাট্যকার মাস্টার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৮ সদস্য বিশিষ্ট বৈশাখী লোকজ উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। সভায় বৈশাখী লোকজ উৎসব সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতামত ব্যক্ত করেন ছড়াকার মোজাম্মেল হক আজাদ, লোকশিল্পী ও গীতিকার মাস্টার ছৈয়দ নূর, শিল্পী ও গানের শিক্ষক সাব্বির আহমদ, কবি গবেষক কালাম আজাদ, শিল্পী খন্দকার মোহাম্মদ রানা, খন্দকার মোহাম্মদ ইমন, কামরুল হাসান, লোকজ অভিনেতা নুরুল কবির, হেকিম জাফর আলম, শিল্পী পারভেজ, জিদান, প-িত জহির আলম, মমতাজ মিয়া ও দিল নেওয়াজ।

আলোচনা শেষে মোজাম্মেল হক আজাদ আজাদকে প্রধান সমন্বয়ক করে ৮ সদস্য বিশিষ্ট বৈশাখী উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়। সদস্যরা হলেন, সাব্বির আহমদ, মাস্টার ছৈয়দ নূর, কালাম আজাদ, খন্দকার মোহাম্মদ রানা, খোন্দকার মোহাম্মদ ইমন, কামরুল হাসান বৈরাগৗ ও নুরুল কবির।

মুক্তি কক্সবাজারের অর্থায়নে আয়োজিত বৈশাখী উৎসবে বৈশাখী পুঁথি, হঁঅলা, ভাটিয়ালী, গাছা সংগীত, বা-া গীত, জারি গান, ঘুমপাড়ানি, উল্টা গীত ও আঞ্চলিক গান পরিবেশন করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...

কক্সবাজার বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ারএস্ট্রার ফ্লাইট!

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ার লাইন্সের ...