প্রকাশিত: ১৪/০২/২০১৯ ৮:১৯ এএম

ফারুক আহমদ :
উখিয়ায় সরকারী পাহাড় কর্তন ও বনভূমির জায়গা জরব দখল করে অবৈধ স্থাপনা উচ্চেদ অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গত দু’দিনে পৃথক অভিযান চালিয়ে পাহাড় কর্তন করে মাটি পরিবহন করায় ডাম্পার আটক সহ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও পিএফ জায়গায় অবৈধ ভাবে বসতি তৈরি কালে অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, অতিসম্প্রতি উখিয়ায় সরকারী বন বিভাগের সংরক্ষিত পাহাড় কর্তন করে মাটি সরবরাহ করে আসছিল সংঘবন্ধ মাটি খেকো সিন্ডিকেট। শত শত ডাম্পার ও মিনি ট্রাক নিয়ে পাহাড় কেটে মাটি ভর্তি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। শুধু তাই নয় বন বিভাগের জায়গা জবর দখল করে অবৈধ ভাবে বসতি গড়ে তুলার প্রতিযোগিতায় শুরু হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কুতুপালং এলাকায় পাহাড় কেটে মাটি ভর্তি করে পাচারের সময় একটি ডাম্পার জব্দ করা হয়। যার নম্বর চট্টমেট্টো অ-১১৬৮। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মো: নিকারুজাম্মান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। সরকারী পাহাড় কর্তন করে মাটি পাচারের অপরাধে এ জরিমানা বা অর্থ দন্ড দেওয়া হয়।
এদিকে বুধবার (১৩ ফেব্রুয়ারী) হলদিয়া পালং বনবিটের আওতাধীন মহাজন পাড়ায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্চেদ করা হয়েছে। উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও হলদিয়া পালং বনবিট কর্মকর্তা সহ একদল বন কর্মী এ অভিযান পরিচালনা করেন। হলদিয়া পালং বন বিট কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, এ ব্যয়পারে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...