উখিয়ায় মাদ্রাসা ও হেফাজখানার ৯ বছরের এক শিশু ৫০ বছরের নরপশুর লালসার শিকারে পরিনত হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে,উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালী রহমতের বিল দাখিল মাদ্রাসা ও হেফাজখানার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ ইউছুপ (৯) গত রবিবার এশার নামাজ পড়ে হেফাজখানায় আসার পথে এলাকার নরপশু মৃত ওলা মিয়ার পুত্র আনজু মিয়া শিশুটিকে ফুসলিয়ে পাশ্ববর্তী ফরিদের বেগুন নিয়ে গিয়ে নিজের কামবাসনা পূর্ন করে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে যোগাযোগ করা মাদ্রাসা সুপার মৌলভী ফজলুল করিম ঘটনা স্বীকার করে বলেন,তার হেফাজখানায় ২৭ শিশু রয়েছে। রবিবার এশার নামজের পর শিশু ইউছুপকে লম্পট আনজু মিয়া জগণ্য কাজটি। তিনি এ ঘটনায় আনজু মিয়ার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বর্তমানে শিশুটিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মাদ্রাসা সুপার জানান। এ ব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এখনো এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি ন্যক্কারজনক। দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
পাঠকের মতামত