প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৯:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১০ পিএম
ছবিটি প্রতীকী

উখিয়া নিউজ ডেস্ক::

ছবিটি প্রতীকী

কক্সবাজারের উখিয়ায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রথম ও দ্বিতীয় পৃথক দুটি পর্যায়ের বরাদ্দকৃত দুই কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার মধ্যে প্রায় ৮০ লাখ টাকা ফেরত যাচ্ছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজে অনুপস্থিত শ্রমিকদের নির্ধারিত টাকা কর্তন করে এসব টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থ বছরে প্রথম পর্যায়ে ১৬শ’ ৭০ জন শ্রমিক ৪০ দিন কাজ করে বাধ্যবাধকতা থাকলেও বিভিন্ন কারণে অকারণে তালিকাভুক্ত শ্রমিকেরা কর্মস্থলে অনুপস্থিত থাকা, যথা সময়ে কাজে যোগদান না করা ও প্রাকৃতিক দুর্যোগে কাজ বন্ধ থাকাসহ উল্লেখিত দিনগুলোর মজুরি কর্তন করার সিদ্ধান্ত নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসৃজন প্রকল্পের কাজগুলো নিয়মিত তদারকি ও প্রত্যক্ষভাবে পরিদর্শনপূর্বক অনুপস্থিত শ্রমিকের বিপরীতে বরাদ্দকৃত মজুরি কর্তন করে। প্রথম পর্যায়ে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩৭টি প্রকল্পের বিপরীতে এক কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অনুরূপ ভাবে ২০১৬-১৭ অর্থ বছরে ৩৬টি প্রকল্পের বিপরীতে ১৬শ’ ৬৫ জন শ্রমিকের মজুরি বাবদ এক কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

৮০ লাখ ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী মিজানুর রহমান মিজান। এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহর নিকট মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বাস্তবায়িত হতদরিদ্রদের কর্মসংস্থানের টাকা ফেরত যাওয়ার সত্যতা স্বীকার করলেও কত টাকা ফেরত যাচ্ছে তা জানা যায়নি।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, বিগত সময়ে বাস্তবায়িত হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী নিয়ে দুদকের মামলা, সংবাদ মাধ্যমে লেখালেখি হয়েছে। কর্মসৃজন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি অর্থ বছরে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে নিয়মিত তদারকি করা হয়েছে। যে সমস্ত প্রকল্পে শ্রমিক অনুপস্থিত ছিল তার অনুকূলে বরাদ্দকৃত মজুরী কর্তন করা হয়েছে। এভাবে কিছু টাকা ফেরত যেতে পারে বলে তিনি মতামত ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে উক্ত কর্মসূচীর কার্যক্রম নিয়ে যেন প্রশ্নবিদ্ধ হতে না হয় সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।সুত্র: ইত্তেফাক

পাঠকের মতামত

উখিয়ার নিদানিয়ায় ত্রাসের রাজত্ব: ‘ডাকাত ভুট্টো’র দাপটে আতঙ্কিত জনপদ

উখিয়া উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয়দের ...

জামায়াত নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জামাল উদ্দিন নামে জামায়াতের এক নেতাকে নিহত হয়েছেন। একই ঘটনায় ...

বিরোধী নেতাকে ‘রোহিঙ্গা’ প্রার্থী বলে ইঙ্গিত করলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৮ ...

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...