প্রকাশিত: ১০/০৪/২০২২ ১২:৩৪ পিএম , আপডেট: ১০/০৪/২০২২ ৯:৩০ পিএম
ছবি/ প্রতীকী

নরসিংদীর রায়পুরায় মসজিদে শিশু নিয়ে আসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালচান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষ হয়। লালচান মিয়া একই গ্রামের ময়দর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বাহাদুরপুর গ্রামের একটি মসজিদে ইফতারের সময় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি তার শিশুকন্যাকে নিয়ে যায়। কন্যাশিশু মসজিদে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম ও তার বাড়ির লোকজনের সঙ্গে পাশের মহল্লার আলাউদ্দিন মিয়ার তর্ক হয়। তর্কের এক পর্যায়ে তা দ্বিমুখী সংঘর্ষে রুপ নেয়।

সেই সংঘর্ষে আলাউদ্দিন মিয়ার ভাতিজা লালচান দেশীয় অস্ত্র ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে সেদিন রাতেই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ (রোববার) দুপুরে তার মৃত্যু হয়। নিহতের ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, একজন মারা গেছে বলে স্থানীয়ভাবে শুনেছি। সংঘর্ষের ঘটনার পরদিনই লালচানের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছিল।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লালচান মিয়া নামে ওই যুবক আজ (রোববার) দুপুরে মারা গেছেন।

পাঠকের মতামত

গোল্ড কাপ ফাইনালে টিকিট কেলেঙ্কারি, মাঠে দর্শকদের বিক্ষোভ ও বিশৃঙ্খলা

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। শুক্রবার ...

উখিয়ায় বাল্যবিবাহ বন্ধে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

উখিয়ায় বাল্য বিবাহের হার কমিয়ে আনতে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ...

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চেয়ারম্যানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রামু উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক-এর দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। ...