প্রকাশিত: ১৮/০৬/২০১৭ ৩:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৮ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার তেলখোলা এলাকা থেকে স্থানীয় এলাকাবাসি ও গ্রাম পুলিশের সদস্যরা গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এক ইয়াবা পাচারকারীকে ১হাজার পিস ইয়াবা সহ হাতে-নাতে আটক করে চেয়ারম্যান এম গফুর উদ্দিনকে খবর দেয়।
এম গফুর উদ্দিন বলেন, স্থানীয় গ্রাম পুলিশ রফিক আমাকে ইয়াবা সহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে আমাকে জানালে আমি উখিয়া থানার এসআই আসিনুল ইসলামকে খবর দিই। কিন্তু পুলিশ ঘটনাস্থলে থেকে ১হাজার ইয়াবা উদ্ধার করলেও পাচারকারীকে বেলাল উদ্দিনকে ছেড়ে। কিন্তু কিভাবে পাচারকারীর বেলাল ছাড় পেল ভয়ে কেউ মূখ খুলেনি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয় ইউপি সদস্য তোফাইল আহমদ গ্রাম পুলিশের হাতে আটক পাচারকারী বেলালকে ছেড়ে দিয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য তোফাইল আহমদ জানান, আমি ইয়াবা সহ আটক পাচারকারীকে গ্রাম পুলিশের নিকট হস্তান্তর করেছি। কিন্তু পাচারকারী কে বা কারা ছেড়ে দিয়েছে আমি জানিনা। এসআই আনিসুল ইসলাম বলেন, মালিক বিহীন ১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে ইয়াবা গুলো কার তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...