আশ্বাসেই সীমাবদ্ধ রোহিঙ্গা প্রত্যাবাসন
গত ১৪ মার্চ জাতিসংঘ মহাসচিব কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসনের ঘোষণা ...
শ.ম.গফুর,উখিয়া::
১লা মে (মঙ্গলবার)মুসলিম উম্মাহর পবিত্র শবে-বরাত উপলক্ষে উখিয়ার প্রায় বাজার ও জনলোকারন্য স্থানে মাংস বিক্রি অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত দাম আদায় করে পেশাদার এবং অপেশাদার (মৌসুমী কসাই)কসাইরা।অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে সকালে মরিচ্যা বাজারের ২ বিক্রেতাকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরীর ভ্রাম্যমান আদালত। এসময় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।স্থানীয় সুশীল সমাজ উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরীর এধরনের জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে স্বাগত জানান।
পাঠকের মতামত