প্রকাশিত: ০১/১১/২০১৬ ৭:৪৫ এএম

শহিদুল ইসলাম, উখিয়া::

পহেলা নভেম্বর মঙ্গলবার থেকে ৭ম বারের মত শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। ফলাফল ৩০ শে ডিসেম্বর প্রকাশ করা হবে। ১ম দিনেই জেএসসিতে বাংলা ১ম এবং জেডিসিতে কোরআন মজিদ ও তাযবীদ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে উখিয়া উপজেলা প্রশাসন শিক্ষা অফিসের পক্ষ থেকে কেন্দ্র সচিব ও হল সুপারদের সাথে এক মতবিনময় সভায় মিলিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কোন ধরনের অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন বলে কেন্দ্র সচিবরা এ প্রতিনিধিকে জানিয়েছেন। উখিয়ার ৫টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৩ হাজার ৩ শ ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে জেএসসিতে ২ হাজার ৭শ ১২ জন ও জেডিসিতে ৬ শ ১৩ জন। উখিয়ার ৫টি কেন্দ্রগুলো হল উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৩২০ জন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯০০ জন কুতুপালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৩০ জন ও পালং আদশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬২ জন ও রাজাপালং ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবুল হোসাইন সিরাজী বলেন, পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্বিঘেœ পরীক্ষা নেওয়া হবে। উখিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া বলেন, পরীক্ষা কেন্দ্র গুলোর সার্বিক বিষয় নজরদারীতে থাকবে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, ৫টি কেন্দ্রে যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...