প্রকাশিত: ১৫/০৯/২০১৬ ৯:২৬ পিএম , আপডেট: ১৫/০৯/২০১৬ ৯:২৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি বাজার থেকে মিয়ানমারে পাচার হচ্ছে ইউরিয়া সার। চলতি মৌসুমে সার সংকট না থাকায় পাচারের বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে। এ সুযোগে পাচারকারী চক্র প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিএনজি,অটোরিকশা ও চাদের গাড়িতে করে সীমান্ত এলাকায় মজুদ করছে ইউরিয়া সার। বিজিবি সদস্যরা মাঝেমধ্যে অভিযান চালিয়ে যতসামান্য সার উদ্ধার করলেও বিপুল পরিমাণ সার পাচার হচ্ছে বলে গ্রামবাসী জানান।স্থানীয় জনগনের অভিযোগ,সার ডিলার না হয়েও পাতাবাড়ি বাজারের ব্যবসায়ী মোর্শদ আলম দোকানে সার মজুদ করে রাতের আধারে তা পাচার করে যাচ্ছে।১৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় মোর্শদ আলমের দোকানে সার মজুদের খবর পেয়ে উখিয়া কৃষি অফিসের কর্মকর্তারা তার দোকান থেকে ৬ বস্তা সার জব্দ করে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১২ জন সারের পাইকারি ডিলারের পাশাপাশি উপজেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদে শতাধিক খুচরা ডিলার রয়েছে। চলতি মৌসুমে সারের চাহিদা কম থাকায় ব্যবসায়ীদের গুদামে সার মজুদ রয়েছে।কিন্ত ডিলারের বাইরে কিছু লোক মিয়ানমারে সার পাচারে জড়িয়ে পড়েছে।উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার নাসির উদ্দিন জানান, , স্থানীয় জনগনের অভিযোগের প্রেক্ষিতে পাতাবাড়ি বাজারে অভিযান চালিয়ে মোর্শেদ আলমের দোকান থেকে ৬ বস্তা সার জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...