প্রকাশিত: ১২/০৪/২০১৭ ৯:৫৩ পিএম

এস.আজাদ,উখিয়া নিউজ ডটকম::
দিনদিন অশান্ত হয়ে উঠছে উখিয়ার বালূখালী নতুন বস্তি। সম্প্রতি এই বস্তিকে ঘিরে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র বিভিন্ন ধরনের চাঁদাবাজী থেকে শুরু করে নানা অপকর্ম চালিয়ে আসছে। যার প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে নতুন বস্তির বি-ব্লকের ছাবের আলম (৩২) মাঝি’র নিকট থেকে চাঁদা দাবী করে ওই চক্র। দাবীকৃত চাঁদা দিতে না পারায় তাদের বস্তিতে মামলা চালিয়ে বাড়িঘর তচনচ করে চলে যায়। এসময় বাধা গিয়ে ৪জন রোহিঙ্গা নারী-পুরুষ আহত হয়েছে। আহতদের বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং রোহিঙ্গাদের নিকট থেকে জানা গেছে, বালুখালী নতুন বস্তিতি স্থাপিত হওয়ার পর থেকে স্থানীয় জসিম উদ্দিন(৩০) আলমগীর(২২) বাবুল(৩৩)আকবর (৪৫) ফকর উদ্দীন (২৮)গফুর (৩৪) এবং গিয়াস উদ্দিন (৩২) সহ অর্ধশতাধিক সন্ত্রাসীদের একটি সিন্ডিকেট প্রতিনিয়ত নতুন অবস্থানকারী রোহিঙ্গাদের নিকট থেকে চাঁদা হাতিয়ে নিয়ে আসছিল। একই ভাবে বুধবার বিকেলে ওই চক্রটি বি-ব্লকের মাঝি ছাবের আলম নিকট থেকে ৫০হাজার টাকা চাঁদা দাবী করে। এই রোহিঙ্গা মাঝি দাবীকৃত টাকা দিতে না পারায় তাকেসহ তাঁর স্ত্রী জান্নাতারা বেগম(২৮) এবং বিধবা লায়লা বেগম (৪৫ কে মারধর করে বাড়ি ঘর ভাংচুর করে। স্থানীয় অছিয়র রহমান দেখতে গেলে তাঁকে মারধর করে এই সন্ত্রাসীরা।  বর্তমানে আহতরা কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ নিয়ে বালুখালী নতুন বস্তিতে উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, এ ধরনের কোন খবর আমি এখনো পায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...