প্রকাশিত: ১৩/০৮/২০১৬ ১:২২ পিএম

উখিয়া প্রতিনিধি ::

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ মাতবর পাড়ায় “ধ্বংস নয়, সৃষ্টি সুখের উল্লাসেই আমরা তৎপর” এই শ্লোগানকে ধারণ করে গড়ে উঠা রুমখাঁ মাতবর পাড়ার ঐতিহ্যবাহী সংগঠণ পালং আইডিয়াল সোসাইটির পুরাতন কমিটিকে মেয়াদ শেষ হওয়ায় পূণরায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। ক্লাব সদস্যদের সরাসরি ভোটে নুরুল আবছার মানিক সভাপতি, মোঃ ইলিয়াছ মিয়া সাধারণ সম্পাদক ও মোঃ মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক এবং কায়সার উদ্দিন মুরাদ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ১২ই আগস্ট শুক্রবার জুমার নামাযের পর পালং আইডিয়াল সোসাইটির অফিস মিলনায়তনে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও মোঃ জয়নাল আবেদিনের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম পর্বে ক্লাবের দ্বিবার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া। যা উপসি’ত সদস্যদের সম্মতিতে পাশ হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রুমখাঁ পালং আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল আলম । বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সংগঠণের উপদেষ্টা মন্ডলির শাহ আলম, ছলিম উল্লাহ, সিনিয়র সদস্য আবদুল্লাহ আল আজিজ,সরোয়ার আলম,মোহাম্মদ মিয়া। পরে ২য় পর্বে ক্লাবের ২০১৬-১৭ বর্ষের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আবছার কামাল মানিক সভাপতি, মোঃ ইলিয়াছ মিয়া সাধারণ সম্পাদক ও মোঃ মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক এবং মোঃ কায়ছার উদ্দিন মুরাদ অর্থ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন প্রধান অতিথি রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল আলম। এছাড়া সভায় আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান- গৃহীত হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান: অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপদ পরিবেশে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই সমস্যার একমাত্র সমাধান বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার ...