প্রকাশিত: ০৭/০৫/২০১৮ ৭:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৩ এএম

উখিয়া নিউজ ডটকম :: কক্সবাজারের উখিয়া উপজেলার উচ্চ বিদ্যালয় সমুহের এস.এস.সি পরীক্ষার ফলাফল:উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২১৩ জন।পাস ১৫৮জন।জিপিএ৫-১২জন।পাসের হার-৭৪.১৮%।

আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২২০ জন।পাস-১৭৩ জন। জিপিএ৫-০৯ জন।পাসের হার ৭৮.৬৪%।

পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২৯৩ জন।পাস-২০৪ জন। জিপিএ৫ -০৪ জন।পাসের হার-৬৯.৬২%।ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী -২১৩ জন। পাস-১১৮ জন। জিপিএ৫-০১ জন।পাসের হার-৫৫.৪০%।মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী -২০২ জন।পাস-১১৮ জন।জিপিএ৫ -০১ জন।পাসের হার-৫৮.৪২%।

সোনার পাড়া উচ্চ বিদ্যালয়মোট পরীক্ষার্থী -২৫৪ জন।পাস-১৭১ জন।জিপিএ৫ -০৪ জন।পাসের হার-৬৭.৩৫%।

কুতুপালং উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী -১৭১ জন। পাস-১০৭ জন।জিপিএ৫-০২ জন।পাসের হার-৬২.৫৭%।উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী -৬৫ জন।পাশ-৪৬ জন।জিপিএ৫- নেই।পাসের হার-৭০.৭৭%।

পালংখালী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৪৩ জন।পাস-৬৫ জন। জিপিএ৫-০১ জন।পাসের হার-৪৫.৪৫%।থ্যাইংখালী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী -৭০ জন।পাস-৪২ জন।জিপিএ৫ নেই।পাসের হার-৬০.০০%।বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী -১১২ জন।পাস-৬৮ জন।জিপিএ৫ নেই।পাসের হার-৬০.৭১%।মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭৩ জন।

পাস-৪৮ জন।জিপিএ৫ নেই।পাসের হার-৫২.০৫%।জালিয়া পালং উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫৮ জন।জিপিএ৫ নেই।পাস-৪৭ জন।পাসের হার-৮১.০৩%।

উখিয়া উপজেলার দাখিল মাদ্রাসা সমুহের ফলাফলঃরাজাপালং ফাজিল মাদরাসাঃ পাশ ৫৪ জন, ফেল – নেই।এ+০১জন, পাশের হার ১০০%। সোনার পাড়া দাখিল মাদরাসাঃ পাশ ৭০ জন, ফেল ০৮ জন, এ+নাই, পাশের হার৮৯.৭৪%।টাইপালং দাখিল মাদরাসাঃ পাশ ৩৮ জন, ফেল ০৩ জন,এ+ নাই, পাশের হার ৯২.৬৮%।

ফারিরবিল মাদরাসাঃ পাশ ৯৮ জন, ফেল ০৮ জন, এ+নাই,পাশের হার ৯২.৪৫%।রুমখাঁ পালং আলিম মাদরাসাঃ পাশ ৭২ জন, ফেল ১৫ জন, এ+ ০১ জন, পাশের হার ৮২.৭৬%।রাজাপালং বায়তুশ শরফ বালিকা মাদরাসাঃপাশ ৩২ জন, ফেল ০৬ জন, এ+ নাই,পাশের হার ৮৪.২১%।গয়ালমারা দাখিল মাদরাসাঃ পাশ ২২ জন, ফেল ১২ জন, এ+ নাই, পাশের হার ৬৪.৭১%।ফাতেমাতুজজাহরা( রা) বালিকা দাখিল মাদরাসা, কোটবাজারঃ পাশ ৪১ জন, ফেল ০৪ জন, এ+ নাই, পাশের হার ৯১.১১%।উপজেলায় দাখিল পরীক্ষায় পাশের হারের গড় ৮৭.২১%।

পাঠকের মতামত

বদির কাছে হারলেন স্ত্রী

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং ...