

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের চারবারের সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মনোনয়নের সংবাদ এলাকায় পৌঁছাতেই উখিয়া সদর স্টেশনে বিএনপি অফিস থেকে কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠ পর্যায়ে শক্ত অবস্থান এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে শাহজাহান চৌধুরীর নামই চূড়ান্ত হয়। ঘোষণার পরপরই উখিয়া-টেকনাফের সর্বত্র উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কর্মীদের অভিনন্দনের ঢল নামে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহজাহান চৌধুরী বলেন, “এটি কক্সবাজার ৪ আসনের জনতার বিশ্বাসের প্রতিফলন। আমি দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় ঋণী।” তিনি সকলকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে এবং মসজিদে গিয়ে শুকরিয়া আদায় করতে আহ্বান জানান।
এদিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতারা বলেছেন, এই ঘোষণার মাধ্যমে উখিয়া-টেকনাফে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। মাঠ পর্যায়ে সংগঠন আরও সক্রিয় হবে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তারা।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, শাহজাহান চৌধুরীর মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে উখিয়া-টেকনাফ আসনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটেছে।

পাঠকের মতামত