ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ২:৫৬ পিএম
ফাইল ছবি


কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহিন পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।


বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, উখিয়া ও টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়ার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূল, ডাকাত ও মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলছে।


দীর্ঘদিন ধরে অপহরণকারী ও ডাকাত দলের সদস্যরা নিরীহ মানুষদের সুযোগ পেলে অপহরণ করে পাহাড়ে আটকে রাখছেন। তাই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনায় পাহাড়ে পাহাড়ে সকল বাহিনীর সমন্বয়ে এই অভিযান চলছে।

পাঠকের মতামত

টেকনাফের পাহাড়ে ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ...