উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১১:২০ পিএম

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় সী লাইন বাসের সাথে সিএনজি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে টেকনাফের হ্নীলার রশিদ আহমদের পুত্র হাফেজ মুফিজুল ইসলাম (২৮) নিহত হয়েছে। এসময় ৬ জন আহত হয়েছে৷

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মৃত ব্যক্তির স্ত্রী মর্জিনা আক্তার (২২), সিএনজি ড্রাইভার সব্বির আহমদ(২৫), জান্নাতুল (২২), আজিজা (২৫) ও তার ৭ বছরের ছেলে শিশু সন্তান এবং হামিদ হোছন (৪০)।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কক্সবাজার ছেড়ে আসা সিএনজি টেকনাফ হ্নীলা পথে আর সী-লাইন মিনিবাস উখিয়া থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে আসলে সিএনজির সাথে মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘুষান করেন৷ এতে শিশুসহ ৬জন হয়৷ সিএনজি ও সি লাইন মিনিবাস জব্দ করে।

তিনি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...