প্রকাশিত: ১২/১০/২০১৮ ৬:১৮ পিএম , আপডেট: ১২/১০/২০১৮ ৬:২৩ পিএম
আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম:
উখিয়ায় বিভিন্ন অপরাধের দ্বায়ে দুজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল গ্রামের মৃত আলী আহমদের পুত্র শাহ আলমকে ০৬ (ছয়) পিস ইয়াবা, ১ (এক) পুরিয়া গাঁজা এবং মায়ের উপর অত্যাচার করার অপরাধে ০২(দুই) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে বালুখালী এলাকার মৃত আনু মিয়ার ছেলে মোহাম্মদ নুরুল আলমকে ইয়াবা সেবনসহ ছিনতাই এর উদ্দেশ্যে কেঁচি ও ছুরি বহন এবং রোহিঙ্গাদের নিকট জাল পাসপোর্ট বিক্রির অপরাধে ০২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) জনাব একরামুল ছিদ্দিক জানান, অপরাধীদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা এবং আইনের আওতায় এনে এইসব অপরাধীদের শাস্তি প্রদান করা হবে এবং এলাকায় অনৈতিক কর্মকান্ড বন্ধে ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...