
সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।

উখিয়ায় ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে জমি দখলের অভিযোগে আলী আহমেদ ওরফে ‘খতিয়ান কালু’ (৫৪) কে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় যুবক আব্দুল্লাহর দায়ের করা মামলার শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৩ মার্চ আলী আহমেদ ০.৬৫৫০ একর জমি নিয়ে ভুয়া দলিল সম্পাদন করে তা নিজের নামে প্রচার করতে থাকেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদ থেকে জাল ওয়ারিশ সনদ সংগ্রহ করে প্রকৃত মালিকদের বেদখল করার চেষ্টা করেন।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট তারকে আজিজ বলেন, “জামিনে থাকাকালে আসামি বাদীকে ভয়ভীতি দেখিয়েছিল। তাই আদালত কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।”
তবে আসামির পরিবার দাবি করেছে, এ ঘটনায় মারামারির মামলাও জড়িত রয়েছে

পাঠকের মতামত