
কক্সবাজারের উখিয়া উপজেলার উপকূলীয় এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চলছে। যার ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। স্থানীয় বনবিভাগ সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে ওই বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপকূলীয় এলাকা মনখালী থেকে একটি ড্রেজার মেশিন ও ডাম্পার গাড়ি উপজেলা প্রশাসন জব্দ করলেও বালু উত্তোলনকারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এনিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উখিয়া উপজেলার চেপটখালী এলাকার মো. আবদুল্লাহ ছেলে নুরুল ইসলামের নেতৃত্বে উপকূল এলাকায় বিশাল একটি সিন্ডিকেট মনখালী, চেপটখালী সহ প্রায় ১০টি পয়েন্টে বালু উত্তোলন করে আসছে। নানা সময় অভিযান চালিয়েও ওই চক্রটিকে থামানে যাচ্ছে না। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে নুরুল ইসলামের বালুর পয়েন্টে অভিযান চালায়। ওই সময় একটি ড্রেজার মেশিন ও ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে যোগাযোগ করা হলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ড্রেজার মিশন ও ডাম্পার হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোমবার যোগাযোগ করা হলে মনখালী বনবিট কর্মকর্তা শিমুল নাথ অভিযানের বিষয়টি স্বীকার করে বলেন, ইউএনও উখিয়া স্যারের নেতৃত্বে অভিযান চালায়। তাদেরকে আমি শুধু সহযোগী করেছি। বালু উত্তোলনের জায়গাটি বনবিভাগের নয়, বলে দাবি করেন এই কর্মকর্তা। সুত্র, আলোকিত বাংলাদেশ

পাঠকের মতামত