ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ৬:০৭ পিএম


কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ৷

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, নিহত রুনা আক্তার (১৯) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আমির আলীর মেয়ে।

ওসি আরিফ প্রতিবেশীদের বরাত দিয়ে বলেন, শুক্রবার (৯ মে) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বত্তাতলী গ্রামে পিতার বাড়ি থেকে রুনাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের পরিবারের দাবী, স্বামী জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে যৌতুকের টাকা দাবী করে রুনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো।


“স্বামীর নির্যাতন সইতে না পেরে সে বাপের বাড়ি চলে আসে বলে শুনেছি। সকালে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করলে আমরা টিনের চালের কেঁটে তাকে উদ্ধার করি”- বলেন এক প্রতিবেশী।

মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, ঘটনার পর থেকেই নিহত রুনার স্বামী পলাতক।

তিনি বলেন, ‘ প্রাথমিক সুরতহাল শেষে রহস্য উদঘাটন ও নিহতের স্বামীকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ‘


এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...