নিহতরা একই পরিবারের, যাচ্ছিলেন কক্সবাজার ভ্রমণে
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সবাই নারী এবং একই পরিবারের সদস্যরা। ...

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের দায়ে একটি প্রাইভেট গাড়ি জব্দ করা হয়। আটককৃত হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বরী গ্রামের মোঃ সৈয়দ আহম্মদের পুত্র মোঃ আব্দুল মুনাফ (৩৫)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের গোয়ালমারা পাহাড় নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
এদিকে সোমবার রাত ৮টার দিকে উখিয়ার রেজুখাল চেকপোস্ট এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেন বিজিবি।
এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, দুইটি পৃথক অভিযানে ইয়াবা, গাড়ি ও লোক আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠকের মতামত