জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে
চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...
কক্সবাজারের উখিয়ায় ইজিবাইক (টমটম) তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী বাজার থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইক চালক মো. নুরুল আবছারকে আটক করা হয়।
নুরুল আবছার উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দীন জানান, থাইংখালী বাজারের দিক থেকে আসা একটি ইজিবাইককে (টমটম) তল্লাশির জন্য থামায় পালংখালী বিওপির বিশেষ টহলদল। তল্লাশির সময় সিটের নিচে কাপড়ে মোড়ানো একটি পিস্তল পাওয়া যায়। এ সময় বাইক চালককে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটক আসামি, জব্দ টমটম ও পিস্তল নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত