
উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের কার্যালয়ে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার আনছার হোসেন।
নির্বাচন কমিশনের সদস্য ইসলাম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা সরওয়ার, খোরশেদ হেলালী, সরওয়ার আলম শাহীন, চিটাগং ট্রিবিউনের সম্পাদক ইরফান আলি ফাহিম, অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, আয়াজ রবি, ইব্রাহিম মোস্তফা, মো. ইয়াকিনসহ জেলা-উপজেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী।
অনুষ্ঠানের এক পর্বে আলোচনা সভায় নতুন কমিটিকে অভিবাদন জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকতা হলো সমাজের আয়নাস্বরূপ। সবাইকে পেশাদারিত্ব বজায় রেখে জনকল্যাণে কাজ করতে হবে।
উখিয়া অনলাইন প্রেসক্লাব জেলার একটি অন্যতম সাংবাদিক সংগঠন উল্লেখ করে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে অতীতের ন্যায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩ পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করলে নির্বাচন কমিশন ৬ নভেম্বর বাকি ১৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
সভাপতি পদে জসিম আজাদ, সাধারণ সম্পাদক পদে তানভীর শাহরিয়ার, সহ-সভাপতি পদে রফিক মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সবুজ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে রিদুয়ানুল হক সোহাগ, অর্থ সম্পাদক পদে এইচ.কে রফিক উদ্দিন, দপ্তর সম্পাদক পদে আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হেলাল উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে রুহুল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে কনক বড়ুয়া এবং নির্বাহী সদস্য পদে শরীফ আজাদ, কালাম আজাদ ও জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
গত ৩১ অক্টোবর উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে।


পাঠকের মতামত