প্রকাশিত: ০২/০৯/২০১৭ ৮:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১০ পিএম

পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে গিয়ে নিজের জুতা হারালেন অস্ট্রেলিয়া দলের একমাত্র মুসলিম ক্রিকেটার ওসমান খাজা।জানা গেছে, শনিবার (২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে পুলিশ লাইনের দামপাড়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে যান বাংলাদেশি ক্রিকেটাররা।একই সঙ্গে ঈদের নামাজ পড়তে যান পাকিস্তানি বংশো্দ্ভূত অজি ব্যাটসম্যান উসমান খাজাও কিন্তু নামাজ শেষে দেখতে পান, নির্দিষ্ট স্থানে রাখা তার জুতা জুড়া লাপাত্তা। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মিলেনি উমসান খাজার জুতা। বেচারা উমসাম খাজা! মন খারাপ নেয়েই নাকি ঈদগাহ ছাড়েন।

বলা হয়েছে, খাজার দামি জুতাজোড়া চুরি করে নিয়ে যায় কোনো ছিঁচকে চোর।

বিডি২৪লাইভ

পাঠকের মতামত

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো ...