প্রকাশিত: ০১/০৩/২০১৮ ৯:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৮ এএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর ::
কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের আসন্ন পুণর্মিলন উৎসবকে ঘিরে দু পক্ষের রশিটানি ও ¯œায়ুযুদ্ধ শুরু হয়েছে।উপ-কমিটির সাথে সমন্বয় না থাকায় অনুষ্টান যে কোন মুহুর্তে ভেস্তে যাওয়ার আশংকা প্রকাশ করেছে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। আহবায়ককে সরাতে দফায় দফায় বৈঠক করে আসছে তরুন প্রজম্মের উপ কমিটির দায়িত্বপ্রাপ্তরা। তাদের দাবী ব্যাচ প্রতিনিধিদের অজান্তে বিতর্কিত কয়েকজন কে গুরুত্বপুর্ণ দায়িত্ব দিয়েছে।তারা তাদের অপসারন দাবী করেন। অভিযোগ উঠেছে বর্তমান দায়িত্বপ্রাপ্ত কয়েকজন ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে বিনা রশিদে টাকা আদায়, স্বজনদের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে ভুঁয়া ভাউচার করে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের আশ্রয় নিয়েছে। তাদের এহেন কর্মকান্ড দেখে তরুন কয়েক প্রাক্তন ছাত্র প্রতিবাদ করলে ¯œায়ুযুদ্ধ শুরু হয়। সে থেকে অদ্যাবধি দ্বন্ধ মেটাতে অত্র বিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র দফায় দফায় মিটিং করেছে। এ থেকেও কোন ধরণের আশানুরূপ ফলাফল না আসায় শেষ মুহুর্তে আহবায়ক কমিটির সাথে যে কোন সময় বড় ধরণের সংঘাতের আশঙ্কা প্রকাশ করছেন কয়েকজন প্রাক্তন ছাত্র। জানা যায়, উক্ত কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে অবহেলা, স্বজনপ্রীতি ও বিভিন্ন ছল চাতুরীর আশ্রয় নিয়ে বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭১ ব্যাচের মাত্র হাজার খানেক প্রাক্তন ছাত্রছাত্রী রেজিষ্ট্রেশন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ৯০ ব্যাচের এক প্রাক্তন ছাত্র জানান, আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা শুধুমাত্র বাজারস্থ একটি অফিসে বসে তাদের কর্মকান্ড পরিচালনা করায় হাজার খানেক ছাত্রছাত্রী রেজিষ্ট্রেশন করতে পেরেছে। ব্যাপক আকারে প্রস্তুতি নিলে ৫ হাজারেরও অধিক প্রাক্তন ছাত্রছাত্রী অংশ নেয়ার সুযোগ ছিল বলে দাবী করেন এ ছাত্র। খোঁজ খবর নিয়ে আরো জানা যায়, বর্তমান আহবায়ক ও যুগ্ম আহবায়ক ২ জনের একঘোঁয়েমী, স্বেচ্ছাচারিতা ও একক সিদ্ধান্তের কারণে অনেক কিছু করার সুযোগ হয়নি। ম্যাগাজিন করার কথা থাকলেও কোন ধরণের লেখা আহবান না করে পছন্দনীয় কয়েকজনের লেখা নিয়ে দায়সারাভাবে ম্যাগাজিন প্রকাশ করছে বলে অভিযোগ উঠেছে। প্রথম থেকে ২ দিনের কর্মসূচীর ঘোষণা করে ব্যাপক প্রস্তুতি নিলেও শেষ মুহুর্তে এসে ১ দিন করার পায়তারা চালাচ্ছে আয়োজক কমিটি। যার কারণে ক্ষোভের সঞ্চার হয়েছে রেজিষ্ট্রেশনকৃত প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে। এমনকি প্রতিটি ব্যাচ থেকে প্রতিনিধি ঠিক করা হলেও তাদের অজান্তে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন তাদের পছন্দনীয় ব্যক্তিদের বিনা রশিদে নিবন্ধন করিয়েছে। জানতে চাইলে আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত কয়েকজন ব্যক্তি জানান, বিষয়টি প্রথমে গোলযোগ সৃষ্টি হলে শেষ মুহুর্তে সমাধান হয়ে গেছে। তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীরা বর্তমান আহবায়ক কমিটির সদস্যদের অব্যাহতি দিয়ে নতুন কমিটি দেওয়ারও দাবী তুলেন। এ ব্যাপারে জানার জন্য পুনর্মিলন উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ফিরোজ আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

কক্সবাজারে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে এনজিওগুলোকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেছেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে ...

দলের নির্দেশনাকে পাত্তা দিচ্ছে না টেকনাফ মহিলা দলের দুই নেত্রী

আ.লীগ সরকারের অধীনে ধারাবাহিকভাবে সকল নির্বাচন বর্জন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেই ধারাবাহিকতায় ...

হিট স্ট্রোকে রামু রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহর ইন্তেকাল, নামাযে জানাযা সম্পন্ন

রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল ...