রোহিঙ্গা ক্যাম্পে ঘণ্টায় ৬ শিশুর জন্ম
লাফিয়ে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা। কক্সবাজারের উখিয়া-টেকনাফজুড়ে ৩৩টি ক্যাম্পে ১৩ লাখের বেশি শরণার্থী অবস্থান করছে। ...
শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর::
কক্সবাজার সদরের ঈদগাঁওতে ১৭ বছরের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে তদন্ত কেন্দ্রের পুলিশ।১৮ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মনছুর আলম (৪৮) ইসলামাবাদ ইউনিয়নের অলী আহম্মদের পুত্র বলে জানা গেছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এএসআই মহি উদ্দিন জানায়,মনছুর আলমের বিরুদ্ধে এসটি ১৬৪/০২,জিআর ১৬৩/৯৭,এসপিটি ১১১/৯৬ইং( অস্ত্র) মামলার ১৭ বছরের সাজা জারী ছিল। দীর্ঘদিন সে পলাতক ছিল রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেবাশিষ সরকার গ্রেফতারের সত্যাতা স্বীকার করেন এবং আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান।
পাঠকের মতামত