প্রকাশিত: ০৬/০২/২০১৭ ১০:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার সদরে গহীন জঙ্গলে অভিযান চালিয়ে এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ ফেব্রুয়ারী গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া উত্তর পাড়া এলাকার আলী আহমদ প্রকাশ আলী ফকিরের পুত্র বলে জানা গেছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান জানান ,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আহসান মোর্শেদ ও এএসআই আবুল কাসেম সঙ্গীয় ফোর্স কালির ছড়া পুর্বে গহীন জঙ্গল বেংডেবা এলাকার কাছাকাছি একটি কুল বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান গ্রেফতারকৃত দেলোয়ারের  বিরুদ্ধে কয়েকটি ডাকাতি ও চুরি মামলার রয়েছে। দীর্ঘদিন পলাতক থেকে বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে আসছিল। ঐদিন পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অপরদিকে স্থানীয় একটি সুত্র দাবী করছে তার কয়েকটি ড্যাম্পার রয়েছে এ যানবাহন দিয়ে বিভিন্ন সময় গরু চুরির মত অহরহ ঘটনা জন্ম দিয়েছিল দেলোয়ার। তার বিরুদ্ধে পটিয়া থানায় একটি গরু চুরির মামলাও রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবী ৪ ফেব্রুয়ারী একই রাতে গুলি বর্ষন করে ১০ টি গরু চুরির ঘটনায় তার সম্পৃক্ততা থাকতে পারে। তাকে রিমান্ডে আনলে অনেক গুরুত্বপুর্ণ চুরির ঘটনার তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন তারা । অভিযান পরিচালনাকারী এএসআই আবুল কাসেম জানান একইদিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

পাঠকের মতামত

আজ ১২ ঘন্টার সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ...

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার ...

সন্ধ্যা নামলেই কক্সবাজার-খুরুশকুল সেতুতে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। নির্মাণশৈলীর কারণে উদ্বোধনের পর থেকেই ...