প্রকাশিত: ০৭/০৪/২০১৮ ১২:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩১ এএম

ডেস্ক রিপোর্ট ::
টেকনাফে ৩০ লক্ষ ৮ হাজার ৭০০ টাকা মুল্যের ১০ হাজার ২৯ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। ইয়াবাসহ আটক মহিলাটি একজন এনজিও কর্মী,নাম লাকি শর্মা (৩৩) টেকনাফ ডেইলপাড়া গ্রামের বাসিন্দা প্রবাস কান্তি দাসের স্ত্রী। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান ‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির ল্যান্স নায়েক মোঃ জুয়েল হোসেনের নেতৃত্বে একটি টহল দল ৬ এপ্রিল দমদমিয়া চেকপোষ্টে যানবাহন তল্লাশীর দায়িত্বে নিয়োজিত ছিল। আনুমানিক ১১.৩০ টায় টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস দমদমিয়া চেকপোষ্টে পৌঁছলে কর্তব্যরত টহল দল সিগন্যাল দিয়ে উক্ত বাসটি থামায়।
পরবর্তীতে বাসটি তল্লাশীকালীন যাত্রীদের জিজ্ঞাসাবাদের সময় লাকি শর্মার তাৎক্ষনিক আচরণ সন্দেহ হওয়ায় চেকপোষ্টে কর্মরত মহিলা বিজিবি সদস্য দ্বারা তাকে পুংখানুপুংখভাবে তল্লাশী করে তার সাথে থাকা ব্যাগের ভেতর কৌশলে লুকানো অবস্থায় ৩০ লক্ষ ৮ হাজার ৭০০ টাকা মুল্যের ১০ হাজার ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।

এদিকে তথ্যানুসন্ধানে জানা গেছে, ধৃত নারী শেড সহ বিভিন্ন এনজিও সংস্থায় কর্মরত ছিল। সর্বশেষ সে টেকনাফের গণসাস্থ্য নামে একটি এনজিও তে কমরত ছিল বলে জানা যায়।

পাঠকের মতামত