প্রকাশিত: ৩১/০৩/২০১৮ ৪:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৬ এএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ::
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সদস্যদের বিশেষ অভিযানে ২ রোহিঙ্গা নারীসহ আটক ৩।
কক্সবাজার মাদকদ্রব্য অফিস সুত্রে জানা যায়,৩১ মার্চ গভীর রাত ২টার দিকে গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয় এর টেকনাফ সার্কেলের সদস্যরা টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ডের নাইটংপাড়াস্থ বরফকল এলাকা হতে তিন রোহিঙ্গা নাগরিককে ২৬২৬ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলেন মিয়ানমার মংডু থানার আওতাদীন। তারা হচ্ছে (১) মমতাজ (৪৫), পিতা- মৃত সৈয়দ আলম, সাং এডিলা পাড়া,(২) মোঃ নূর (১৮),পিতা আবু সৈয়দ, সাং নাটেরঢিল, (৩) নূর বেগম (১৮), পিতা মৃত গফুর মিয়া,জান্দিলা পাড়া, সুত্রে আরো যানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেল পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন উক্ত অভিযানে টেকনাফ ২ বিজিবি হাবিলদার আশরাফুল আলমের নেতৃত্বে আটজন বিজিবি সদস্যও অংশগ্রহণ করে পাচারকারীদের ধরতে সহযোগীতা করেন।

পাঠকের মতামত