প্রকাশিত: ২১/০১/২০১৭ ১০:০১ পিএম

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম থেকে বেড়াতে এসে ইনানী সৈকতে নিখোঁজ হওয়া ইবতেহাল ওমর নিহাল (৬) নামে শিশুকে উদ্ধার মায়ের কাছে ফিরিয়ে দিলেন দায়িত্বরত টুরিস্ট পুলিশ।
জানা যায়, চট্টগ্রাম শহরের মাদারবাড়ি বাদশা কলনিতে বসবাসরত নাসিমা বেগমের ছেলে ইবতেহাল ওমর নিহাল ইনানী সৈকতে হারিয় যায়। ঘটনাটি ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেন। ট্যুরিস্ট পুলিশ সৈকতে খোঁজ করে শিশুকে উদ্ধার করেন। এএসআই নিউটন কর্মকার ও বীচকর্মী বেলাল উদ্দিনের সার্বিক সহযোগিতায় শিশুটির খোঁজ মিলে। পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার ...

সন্ধ্যা নামলেই কক্সবাজার-খুরুশকুল সেতুতে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। নির্মাণশৈলীর কারণে উদ্বোধনের পর থেকেই ...