প্রকাশিত: ২৮/০৯/২০১৬ ৯:৩০ পিএম
Exif_JPEG_420
Exif_JPEG_420
হাসপাতালে চিকিৎসা নিচ্ছে রাশেদা

জাহাঙ্গীর আলম, ইনানী ::
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোঃ শফির বিল এলাকার শফির বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী আক্তারের হাতে একই স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী রাশেদা আক্তার (১০) বেদম প্রহারের শিকার হওয়া খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোঃ শফির বিল এলাকার আমির হামজার ১০ বছরের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী রাশেদা আক্তার  ২৮ সেপ্টেম্বর মোঃ শফির বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ছাত্রী হিসেবে ক্লাসে যায়। স্কুল টিফিন ছুটি হলে সে বাড়ি থেকে আসতে দেরী হওয়ায় স্কুলে প্রবেশ করা মাত্র স্কুলের প্রধান শিক্ষক মোলভী আক্তার তাকে অফিসে ডেকে এনে হাত ও বেত দিয়ে তাকে বেদম মারধর করে। প্রহারের এক পর্যায়ে স্কুল ছাত্রী রাশেদা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে স্কুলের ছাত্রছাত্রীরা রাশেদার পিতা-মাতাকে খবর দিলে তাকে প্রথম ইনানী উপ-স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। ইনানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক স্কুল ছাত্রী রাশেদা আক্তারের মাথার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এপ্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মৌলভী আক্তারের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এলাকাবাসীর অভিযোগ শুধু রাশেদা আক্তার নয়, এই স্কুলের ইতিহাসে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যার কোন সুরহা এখনও পর্যন্ত হয়নি। সংশ্লিষ্ট স্কুল পরিচালনা কমিটির অবহেলার কারণে একজন শিক্ষক বার বার এধরনের ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে বলে এলাকার সচেতন মহল ধারণা করেন।

এব্যাপারে ইনানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক কাজল কান্তি দে জানান, স্কুল ছাত্রী রাশেদা আক্তারের মাথায় ২/৩টি মারাত্মক আঘাত দেখা গিয়েছে। উন্নত চিকিৎসার সুবিধার্থে তাকে তৎক্ষাণিক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতির ব্যবহৃত মোঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাঠকের মতামত