উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১২/২০২২ ৭:২২ পিএম , আপডেট: ১৩/১২/২০২২ ৭:২৩ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘দলের নামে কেউ অপকর্ম করবেন না। দল টিকে থাকলে কমিটির সাধারণ সম্পাদক হতে পারবেন, সংসদ সদস্য হতে পারবেন। দল না থাকলে আপনারা কেউ নাই। ক্ষমতায় গিয়ে বসন্তের কোকিলদের নিয়ে চললে হবে না। আওয়ামী লীগে বসন্তের কোকিলের প্রয়োজন নেই। দলের ত্যাগী নেতা-কর্মী ও দুঃসময়ের কাণ্ডারিদের মনে রাখতে হবে। সাধারণ মানুষের পাশে থাকতে হবে।’

আজ মঙ্গলবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের কাছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো, তাহলে আরেকটি চক্র জিয়াউর রহমানকেও হত্যার সাহস পেত না। একুশে আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হতো না। পঁচাত্তরের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান আর একুশে আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড জিয়ার ছেলে তারেক রহমান।’

সাত বছর পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ মঙ্গলবার। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নৌকার আদলে তৈরি করা হয়েছে সভামঞ্চ
বিএনপির ১০ ডিসেম্বরের মহাসমাবেশ সুপার ফ্লপ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের মন খারাপ, মাথা গরম। খেলা হবে ভবিষ্যতেও। বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালের খেলা হবে। ফাইনালেও খেলা হবে। সব খেলাতেই আমরা জিতব।’ খেলার জন্য কক্সবাজারবাসীকে প্রস্তুত থাকতে হবে জানিয়ে তিনি বলেন, কক্সবাজারের উন্নয়নে সবকিছু করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেল আসছে কক্সবাজারে, মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎ প্রকল্প হচ্ছে। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানের হচ্ছে। টেকনাফের সাবরাংয়ে বিশেষ পর্যটনপল্লি হচ্ছে। কক্সবাজারের চেহারা পাল্টে যাচ্ছে।

দীর্ঘ সাত বছর পর আজ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি যে হাত দিয়ে আক্রমণ করবে, সেই হাত ভেঙে দিতে হবে, এটা শেখ হাসিনার কথা। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে শেখ হাসিনার এই নির্দেশ মেনে চলতে হবে নেতা-কর্মীদের।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন প্রমুখ। সুত্র: প্রথম আলো

পাঠকের মতামত

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...