প্রকাশিত: ২৫/০৭/২০১৭ ৬:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৫ পিএম

ডেস্ক রিপোর্ট::
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ রক্ষায় লড়াইয়ের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের প্রয়াত বাদশাহ ফাহাদ বিন আবদুলআজিজের ছেলে আবদুলআজিজ বিন ফাহাদ।
স্থানীয় সময় শুক্রবার এক টুইটবার্তায় আবদুলআজিজ এ আহ্বান জানান।

সাবেক বাদশাহ ফাহাদের ছেলে আল-আকসা নিয়ে দুটি টুইট করেন। এর একটিতে তিনি বলেন, ‘প্রত্যেক মুসলমানের উচিত ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো। আল-আকসা মসজিদ রক্ষা করা আমাদের দায়িত্ব। হে মুহাম্মদের (সা.) উম্মতরা, তাদের (ইসরায়েলিদের) দেখিয়ে দাও তোমরা কারা? আমরা আল-আকসার ব্যাপারটি এড়িয়ে গেলে আল্লাহ অখুশি হবেন। তাঁর কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে।’
আরেক টুইটবার্তায় আবদুলআজিজ বিন ফাহাদ বলেন, ‘হে আল্লাহর বান্দা ও মুহাম্মদের (সা.) উম্মতরা, ইসলামের তৃতীয় পবিত্র মসজিদটি আজ অপরাধীদের দখলে। আমাদের মধ্যে কি ঔদার্য নেই? আসুন, আমরা একসঙ্গে লড়াই করি। আমাদের এ যুদ্ধে জয়ী হতে হবে। রক্ষা করতে হবে আমাদের পবিত্র মসজিদকে। আর এ যুদ্ধে যদি আমরা হেরেও যাই, তবে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন।’

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...