৩২ নম্বর ভাঙা বীভৎস রকমের মববাজি: রুমিন ফারহানা
বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ৩২ নম্বর (শেখ মুজিবুর রহমানের বাড়ি) ভাঙা ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
এর আগে, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে জয়ী হয়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথমবার মেয়র নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর
পাঠকের মতামত