প্রকাশিত: ২১/০৯/২০২০ ৭:৫০ পিএম

কক্সবাজার প্রতিনিধি:;
কক্সবাজারে শহরে অত্যাধুনিকমানের থাই চিকেন ও ফ্রাইড চিকেনসহ হরেকরকম খাবারের আধুনিকতার ছোঁয়া নিয়ে যাত্রা শুরু করলো অভিজাত এনসি স্পাইচি। ২১ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫ টায় শহরের কৃষি রোডস্থ আপণ টাওয়ারের দ্বিতীয় তলায় আধুনিক মানের এই খাবার বিতানের শুভ উদ্বোধন করেন দৈনিক আপণ কণ্ঠের সম্পাদক মোহাম্মদ হোসেন বিএ।
এ সময় অতিথিরা বলেন, এত ভালো মানের একটি খাবার বিতান চালুর উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়। গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে গেলে খাবারের মান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মানুষ যাতে সহনশীল দামে ভালো মানের খাবারের স্বাদ গ্রহণ করতে পারে সে দিকটাই সবাইকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান, ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী,
জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, নুনিয়াছড়ার বিশিষ্ট সমাজসেবক মো: খালেক, নবী হোসেন ও মাহমুদুল করিম সুজন প্রমুখ।
‘এনসি স্পাইচি’ এর মালিক তরুণ উদ্যোক্তা জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক নুরুল আবছার ইমন ও তরুণ সংগঠক উদ্যোক্তা সাজেদুল করিম ছোটন সকলকে আহ্বান জানিয়ে বলেন- ‘এখানে স্বল্প মূল্যে ও পরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হবে।’
উল্লেখ্য-এনসি স্পাইচি শহরের নুনিয়াছড়ার নামে প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...