ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১২/২০২৩ ৯:২৮ এএম

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য শাহীন আক্তারের কাছ থেকে ব্যখ্যা চেয়েছে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটি।

২৯৭ নং সংসদীয় আসন কক্সবাজার -৪ এর দায়িত্বপ্রাপ্ত এই সংসদীয় কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক চিঠিতে শাহীন আক্তারকে লিখিত ব্যখ্যা দিতে বলা হয়।

Ezoic
সংসদ সদস্য শাহীন আক্তারকে পাঠানো চিঠিতে বলা হয়, ২৯ নভেম্বর কক্সবাজার টেকনাফ মহাসড়কের ৬০ কিলোমিটার জুড়ে ব্যানার ফেস্টুন গেইট টাঙানো, শতাধিক গাড়ি বহর নিয়ে শোডাউন ও টেকনাফের জনসভায় নৌকা মার্কায় ভোট চাওয়া হয়। জনসভায় গান চালিয়ে নৃত্য পরিবেশন করা হয়।

এসমস্ত কার্যকলাপকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০০৮ এর লঙ্ঘন বলা হয় চিঠিতে। এর প্রেক্ষিতে আগামী ৭ ডিসেম্বর সকাল ১১ টায় স্বশরীরে বা প্রতিনিধি পাঠিয়ে লিখিত ব্যখ্যা প্রদান করতে বলা হয় শাহীন আক্তারকে।

শাহীন আক্তার উখিয়া টেকনাফের সাবেক আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী।

পাঠকের মতামত

এমএসএফের প্রতিবেদন৮৪% রোহিঙ্গার আশঙ্কা—মিয়ানমারে ফেরা নিরাপদ নয়

ডক্টরস উইদাউট বর্ডারস/মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ারস (এমএসএফ)-এর নতুন একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, মিয়ানমারে চরম সহিংসতার ...